আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিভিন্ন প্রতিষ্ঠানে জীবাণুনাশক টানেল তৈরি করা হয়। সে সময় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের মূল ভবনের সামনে দুইটি জীবাণুনাশক টানেল বসানো হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের জীবাণুনাশক টানেল দুইটি অকার্যকর বলে জানা যায়।

বুধবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় ঘুরে দেখা যায় সাধারণ মানুষ কোন ধরনের সাবধানতা (হাত ধোয়া/জীবাণুনাশক স্পে) ছাড়াই জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ করছে।

এ বাপারে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তিনি অফিসে নেই।

এ ব্যাপারে নাজির জেলা প্রশাসকের কার্যালয় এসএম রফিকুল ইসলাম বলেন, ব্যাপারটি তিনি জানেন না।

এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ে আসা জনসাধারন জীবাণুনাশক টানেলটি লোক দেখানো বলে মনে করেন তারা।
যেখানে সারা দেশ জুড়ে করোনা প্রতিরোধে সরকার প্রধান শেখ হাসিনা সকলকেই সচেতন হবার জন্য আহ্বান জানিয়েছেন ঠিক সে সময়ে গাজীপুরের জনবহুল ও গুরুত্বপূর্ণ একটি স্থানে (জেলা প্রশাসকের কার্যালয়) নেই কোনো ধরনের সচেতনতা।

(ওএস/এসপি/ডিসেম্বর ০২, ২০২০)