চটগ্রাম প্রতিনিধি : রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি'র জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী বলেন, "যারা মানবকল্যাণে কাজ করে তারা দেশের সম্পদ। তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা উচিৎ। মানবসেবায় কাজ করলে সকলেই স্বীকৃতি দেবেন।

করোনা মহামারী শুরু থেকেই সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর একঝাঁক নিবেদিতপ্রাণ সদস্যরা মাতৃভূমির সাধারণ মানুষের জন্য যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তা সত্যিই অনুকরণীয়। এদের দেখাদেখি অন্যান্য সংগঠন এগিয়ে আসলে দেশ ও সমাজের অনেক উপকার হবে।"

মাননীয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কর্তৃক "জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০" অর্জন করায় গতকাল (২ ডিসেম্বর) সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শনিবার রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম জসিম উদ্দিন হিরু, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন দে, তসলিম উদ্দিন, দীপলু দে দীপু। বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, মোঃ মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, নোমান বিন আজিজি, আরফানুল ইসলাম আবির, অনিক ভট্টাচার্য, সালমান নূরাইন, অমিত দাশগুপ্ত, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাহিদ, কাজী শিহাব প্রমুখ।

(জেজে/এসপি/ডিসেম্বর ০৩, ২০২০)