চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ৪ সেপ্টেম্বর রাত ১২টায় শুরু হবে। চলবে ২৬ সেপ্টেম্বর রাত ১২ পর্যন্ত।

এ সময়ের মধ্যে আবেদনকারীরা মুঠোফোনের টেলিটক অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি বা সমমন এবং এইচএসসি বা সমমান ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে এ প্রক্রিয়ায় বিরতিহীনভাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোছাইন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির জন্য ৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দিনরাত যেকোনো সময় টেলিটক সিম দিয়ে পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। এজন্য তাদেরকে আবেদন ফি বাবদ ৫শ টাকা দিতে হবে।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cu.ac.bd পাওয়া যাবে।

(ওএস/এইচআর/আগস্ট ২০, ২০১৪)