আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার গৌরনদী উপজেলার মাগুরা-মাদারীপুর গ্রামে এক বৃদ্ধ দিনমজুরের জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ওই গ্রামের বৃদ্ধ আলম সরদার (৬০) জানান, মাগুরা-মাদারীপুর ভেড়িবাধ নির্মাণ করা হলে তার (আলম সরদার) পৈত্রিক সম্পত্তি ভেরিবাঁধের আওতায় চলে যায়। পরে ২০১৬ সালে মাগুরা বাজার (মাদ্রাসা সংলগ্ন) আলম সরদারের বাড়ির সামনে ভেরিবাঁধের পাশে ২৪ শতক জমি পানী উন্নয়ন বোর্ড থেকে ডিসিআর কেটে ভোগ দখল করে আসছিলেন। এরই মধ্যে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় কুদ্দুস মাতুব্বর ও হাবিব সরদার নামের দুই ভূমি দস্যুর।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে তার (আলম) নামের ডিসিআরকৃত সম্পত্তিতে দোকান নির্মাণ করতে যায় প্রতিপক্ষ কুদ্দুস মাতুব্বর ও হাবিব সরদার। এতে তিনি বাঁধা প্রদান করলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। তার ভোগদখলকৃত সম্পত্তি রক্ষায় তিনি (আলম) প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে প্রতিপক্ষের জমি দখলের বিষয়টি অস্বীকার করেছেন কুদ্দুস মাতুব্বর ও হাবিব সরদার।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৫, ২০২০)