তপু ঘোষাল, সাভার : রাজধানীর সন্নিকটে শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন প্রভাবশালী মহল সাভারের ঐহিত্যবাহী বংশী নদীর তীর দখল করে বিভিন্ন দোকান পাট ঘরবাড়িসহ প্রতিষ্ঠান নির্মাণ করে নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এতে করে নদীসহ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। এসব দখলদারদের সামাজিকভাবে প্রতিহত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী কামনা করেন মানববন্ধনকারীরা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল হকসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনসহ সাধারন জনগন অংশ গ্রহণ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বংশী নদীতে নৌকাযোগে একটি র্যালীর আয়োজন করা হয়।

(টিজি/এসপি/ডিসেম্বর ০৫, ২০২০)