স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রাজিলের নতুন কোচ কার্লোস দুঙ্গা দ্বিতীয় দফা দায়িত্ব নিয়ে নিজের প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন ঘরোয়া ফুটবলের ক্লাব ক্রুজেইরোর তরুণ তারকা রিকার্দো গুলার্ট ও এভারটন রিবেইরোকে দলে রেখে।

২২ জনের ঘোষিত দলে জায়গা পেয়েছেন পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর দুই তারকা অ্যালেক্স স্যান্দ্রো ও দানিলো। এছাড়াও দলে ডাক পেয়েছেনে লিভারপুল তারকা ফিলিপে কুতিনহো, চেলিসি তারকা ফেলিপে লুইস। এর আগে বিশ্বকাপ স্কোয়াডে কুতিনহোকে না রাখায় ভক্তদের সমালোচনার মুখে পড়েন লুই ফেলিপে স্কোলারি।

‘জিলেট ব্রাজিল গ্লোবাল ট্যুর’-এ কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষের ম্যাচ দুটির জন্য বুধবার দুঙ্গা ২২ জনের দল ঘোষণা করেন। ঘোষিত দলে স্কোলারির বিশ্বকাপ স্কোয়াডের ২৩ সদস্যের মধ্যে মাত্র ১০ জন দুঙ্গার স্কোয়াডে জায়গা পেয়েছেন। নেইমার, অস্কারের মতো বিশ্বকাপের তারকারা স্কোয়াডে থাকলেও দলে ডাক পাননি বিশ্বকাপ দলের অধিনায়ক থিয়াগো সিলভা, ফ্রেডদের মতো তারকারা।

আগামী ০৫ সেপ্টেম্বর মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লোস দুঙ্গার শিষ্যরা।

ব্রাজিলের ২২ জনের স্কোয়াড:

গোলরক্ষক: জেফারসন, রাফায়েল কাব্রাল

ডিফেন্ডার: ডেভিড লুইজ, মার্কুইনহোস, গিল, মিরান্দা, মাইকন, ফিলিপে লুইস, অ্যালেক্স স্যান্দ্রো, দানিলো

মিডফিল্ডার: লুইজ গুস্তাভো, এলিয়াস, ফারনান্দিনহো, রামিরেস, উইলিয়ান, এভারটন রিবেইরো, অস্কার, কুতিনহো

ফরোয়ার্ড: রিকার্দো গুলার্ট, হাল্ক, দিয়েগো তারদেলি, নেইমার


(ওএস/পি/আগস্ট ২০, ২০১৪)