মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার দুপুরে ধর্ষণের চেষ্টার ঘটনার বিচার ও শাস্তি এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে বিচারের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ মিঠু হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন এক গৃহবধূ।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ মিঠু হাওলাদার (৩১) ও তার সহযোগি ফয়সাল হাওলাদার (২৩) ভূক্তভোগী গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো।

এরই সূত্র ধরে মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় গত ২৭ নভেম্বর সকাল ১০টার দিকে ভূক্তভোগী এক গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে আসামিরা গৃহবধুর ঘরে প্রবেশ করে। এসময় তারা অস্ত্রের মুখে হাত পা বেধে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় গৃহবধুর আত্ম-চিৎকারে পাশ্বর্বতী লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন ভূক্তভোগী ওই গৃহবধু। কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এই ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

ধর্ষণের শিকার গৃহবধূর ভাই বলেন, মিঠু হাওলাদার ও তার সহযোগি প্রভাবশালী হওয়ায় এ ঘটনার পর থানায় মামলা করায় আমাদের হুমকি দিয়ে আসছে। আমরা আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল হাসান মিঞা জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। আশা রাখি খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করতে পারবো।

(এস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২০)