নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় একটি কুল বড়ই বাগানের ৩০টি বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগাতিপাড়া উপজেলার কোয়ালীপাড়া গ্রামে আলফাজুল আলমের বড়ই বাগানের ৩০টি কুল গাছ কেটে বিনষ্ট করে।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক আলফাজুল আলম জানান, তিনি এক বছর আগে কোয়ালীপাড়া গ্রামের আশরাফ আলীর ১৭ বিঘা জমি লীজ নিয়ে কুল বড়ই গাছ রোপন করেন। ক’দিন পর গাছে কুল দেখা দিবে। মঙ্গলবার রাতে কে বা কারা তার ওই বাগানের ৩০ টি গাছ কেটে বিনষ্ট করেছে। গত চার মাস আগেও এই বাগানের সাড়ে চারশ’ কুল গাছ কেটে বিনষ্ট করে দুর্বৃত্তরা। থানায় অভিযোগ করেও দুর্বৃত্তদের সনাক্ত করা যায়নি।
বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান জানান,ক্ষতিগ্রস্থ বাগান মালিক এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
(এমআর/এএস/আগস্ট ২০, ২০১৪)