স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ বন্দরের চাঞ্চল্যকর সাংবাদিক শেখ ইলিয়াস হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও অধরা ৫ আসামিকে অনতিবিলম্ভে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহত ইলিয়াসের পরিবার ও এলাকাবাসী।

রবিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে প্রায় ২ ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালণ করে। মানববন্ধনে নিহত ইলিয়াসের মা রওশন আরা, বেগম, স্ত্রী জুলেখা বেগম, বিলকিস বেগম, ভাই সানোয়ার হোসেন, বোন চন্দ্রা
বেগম, খালা ফাতেমা, হাফেজা বেগম, সুরবানু, মামলার অন্যতম সাক্ষী তাওলাদ হোসেন, গ্রামবাসী আসলাম প্রধান, আবদুল জলিল, আবু সুফিয়ানসহ এলাকা শত শত নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাংবাদিক ইলিয়াস হত্যা মামলা দ্রুত বিচার আইনে নেয়ার দাবি জানাচ্ছি। আসামীদের হুমকি-ধামকিতে আমরাও জীবনের নিরাপত্তাহীণতায় ভুগছি। অনতিবিলম্ভে অধরা আসামীদের গ্রেফতার চাই। শুধু গ্রেফতার নয় গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি জানাচ্ছি। পরিশেষে এলাকাবাসীর অংশগ্রহণে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়সহ কোট চত্ত¡র প্রদক্ষিন করতে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে।

(জিআর/এসপি/ডিসেম্বর ১৩, ২০২০)