নারায়ণগঞ্জ প্রতিনিধি : ফতুল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ও ৪টি হত্যা মামলার আসামী মেহেদী হাসান পাপ্পুকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার ফতুল্লার তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মেহেদী হাসান পাপ্পু তল্লা এলাকার মাহবুব কাজীর ছেলে। ২০০১ সালে রুবেল নামের এক গার্মেন্ট কর্মীকে হত্যার দায়ে যাবজ্জীবন দ- দেয় আদালত। হত্যাকাণ্ডের পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল পাপ্পু। পালিয়ে থাকা অবস্থায় সে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ২০০১ সালে রুবেল নামের এক গার্মেন্টকর্মীকে খুন করে পাপ্পু। এ মামলায় ২০১৭ সালে ৫ নভেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদ- দেয়।

ওসি আরও জানান, দূর্ধর্ষ এই হত্যাকারী ২০০৪ সালে তল্লা এলাকার মুরাদ নামের এক যুবককে হত্যা করে সেফটিক ট্যাঙ্কির ভেতরে ফেলে দেয়া, কুমিল্লার মুরাদনগরে জোড়াখুন খোকা (৪০) ও সোহাগকে (৩৮) হত্যা করে দাউদকান্দি এলাকায় ফেলে দেয়ার অভিযোগে দায়ের করা মামলারও আসামী সে।

আসলাম হোসেন জানান, মেহেদী হাসান পাপ্পুর বিরুদ্ধে ৪টি হত্যা মামলা ও ২টি মাদকের মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

(এন/এসপি/ডিসেম্বর ১৪, ২০২০)