সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম বিজয় দিবস পালিত হয়েছে ।

দিবসের প্রথম প্রহরে উপজেলা চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্যের পক্ষে জাতীয় পার্টির নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু পরিষদ, সোনাগাজী সরকারি কলেজ সহ বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান। সকাল ১০টায় উপজেলা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন।

উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব’র সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন’র সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার জাকির হোসেন, মডেল থানার ওসি সাজেদুল ইসলাম, কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস প্রমূখ। দুপুরে জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আ’লীগ সভাপতি মফিজুল হক’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন, পৌর আ’লীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, সাধারন সম্পাদক আবু তৈয়ব প্রমূখ। এছাড়া উপজেলা ও পৌর শহরে সকল ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

(এম/এসপি/ডিসেম্বর ১৬, ২০২০)