স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাচ্চা চুরির ঘটনা ঘটেছে। 

চুরি হওয়া বাচ্চার মা রুনা বেগম (২৭) জানান, তারা শ্যামলির মনিরের বাসায় ভাড়া থাকেন। তার স্বামীর নাম কাউছার হোসেন বাবু।

রুনা বেগম আরও জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে প্রসবজনিত কারণে শরীর অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন তিনি। এর দু’ঘণ্টা পরই জমজ ছেলে বাচ্চার জন্ম হয়। বুধবার সকালে এক নারী তার ওয়ার্ডে আসে। তখন তার পরিচয় জানতে চাইলে তিনি জানান পাশের ওয়ার্ডে তার রোগী আছে।

তিনি জানান, এ পরিচয়ে তার সঙ্গে বিভিন্ন গল্প করতে থাকেন ওই নারী। এরপর বাচ্চাকে সে কোলে নেয়। বৃহস্পতিবার সকাল ৮টায় ওই নারী আবার তার ওয়ার্ডে যান এবং বাচ্চাটিকে কোলে নেয়। এরপর বাচ্চা নিয়ে হাঁটাহাঁটির এক পর্যায়ে পালিয়ে যান তিনি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।

(ওএস/এইচআর/আগস্ট ২১, ২০১৪)