স্টাফ রিপোর্টার : বিমানবন্দর থানাধীন ১নং সেক্টরের সাপরা মসজিদের সামনে থেকে অজ্ঞাতপরিচয় নারীর (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

ওই নারী সড়ক দুর্ঘটনায় নিহত হতে পারেন বলে ধারণা করছেন তিনি।

তার পরনে প্রিন্টের সেলোয়ার কামিজ ছিল। নিহতের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান এসআই আমিনুজ্জামান।

(ওএস/এইচআর/আগস্ট ২১, ২০১৪)