স্টাফ রিপোর্টার : রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ২ কেজি গাঁজাসহ জাকির হোসেন (২৫) এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, জাকির হোসেনের চলাফেরা সন্দেহ মনে হওয়ায় পুলিশ দেহ তল্লাশি করে। এ সময় তার কোমরের বেল্টে বাঁধা অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা যায়, আখাউড়া থেকে এসব গাঁজা আনা হয়েছে। আটক জাকিরের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ওএস/জেএ/আগস্ট ২১, ২০১৪)