কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে বীরনোয়াকান্দি যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১ টায় কটিয়াদী পৌরসভার ০২ নং ওয়ার্ডের বীরনোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল।

প্রধান অতিথি নূর মোহাম্মদ এমপি তার বক্তব্যে বলেন, একটি পরিবারকে ধ্বংস করার জন্য মাদকাসক্ত একটি সন্তানই যথেষ্ট। মাদকাসক্ত ব্যক্তি পারিবারিক শান্তি বিনষ্ট করার পাশাপাশি সমাজের মধ্যে বহুবিধ সমস্যা সৃষ্টি করে। তাই মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় মাদক ব্যবসায়ীদের কঠোরভাবে হুশিয়ারি করে বলেন, মাদক ব্যবসায়ী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

(ডিডি/এসপি/ডিসেম্বর ১৯, ২০২০)