নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদীতে বালুবাহী ভলগেটের ধাক্কায় মাছ ধরা নৌকাডুবির ঘটনায় একজন জেলে নিখোঁজের ঘটনার তিনদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ ডিসেম্বর) উপজেলার নবগঙ্গা নদীর কাঞ্চনপুর এলাকায় তিনজন জেলে জাল পেতে ডিঙ্গি নৌকায় ঘুমিয়ে ছিলেন। রাত রাত ১১ টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ভলগেট ওই ডিঙ্গি নৌকাকে ধাক্কা দিলে জেলেদের নৌকা ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা পার্শ্ববর্তী কলাগাছী গ্রামের জেলে গৌতম দাস (৫০), তার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর দাস (২৫) আঘাত প্রাপ্ত হয়ে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও রাধাকান্ত দাস (৫৫) নিখোঁজ হয়।

লোহাগড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা জানান, নিখোঁজ রাধা কান্ত দাসের সন্ধানে খুলনা থেকে আগত পাঁচ সদস্য বিশিষ্ট একটি ডুবুরি দল রবিবার সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে গেলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ রাধাকান্ত দাসের লাশ পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলেই রাধাকান্ত দাসের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ২২, ২০২০)