আলাউদ্দিন হোসেন

দূর্বা ঘাসে শিশির হাসে
খেজুর গাছে হাঁড়ি
সূর্য মামা উঁকি মারে
চলে পাখির সারি।

সারি সারি রসের হাঁড়ি
কুয়াশা ভেজা ভোর
জোয়াল কাঁধে গরু চলে
রাখালদের দৌড়।

কৃষক ছুটে ক্ষেতের কাজে
হাড় কাঁপানো শীত
শীত পোহাতে মনের সুখে
কৃষক ধরে গীত।