আবুল কালাম আজাদ, রাজরাড়ী : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভা গতকাল ২৬শে ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়। 

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক ভাবে তিনি নৌকার মাঝি নির্বাচন করে নেন। তিনি পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতিকে আওয়ামী লীগের মনোনয়ন দিলেন পাংশা পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক পাংশা পৌসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টারকে।

গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে এ প্রার্থীতা ঘোষণা করা করে। এর আগে দলীয় প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের গঠিত মনোনয়ন বোর্ডে পাংশা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র ওদুদ সরদার অতুল, বর্তমান মেয়র আব্দুল আল-মাসুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মন্ডল ফরম জমা দেন। এরপর তৃণমূলের ভোটাভুটি শেষে চারজনের নাম হাইকমান্ডে পাঠানো হয়। পরবর্তীতে সার্বিক বিষয় যাচাই বাছাইয়ের পরে সাবেক মেয়র ওয়াজেদ আলী মাস্টার কে পাংশা পৌরসভা নির্বাচনে মনোনয়ন দেয়।

উল্লেখ্য, পাংশা পৌরসভা মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত মোঃ ওয়াজেদ আলী মাস্টার ২০১৯ সালের ৯ই ডিসেম্বর অনুষ্ঠিত পাংশা পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। মোঃ ওয়াজেদ আলী মাস্টার বিগত মেয়র থাকা সমায়ে পাংশা পৌরবাসির জন্য অনেক কাজ করেছিলেন এবং সবসময় কাজ করে গেছেন।

পাংশা পৌরসভার অনেক উন্নয়ন করেছিলেন। ওয়াজেদ আলী মাস্টার সাথে কথা বলে জানা যায়, আমার নেত্রী আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে আমি মেয়র পদে জয়ের জন্য আশাবাদী।

তিনি আরো বলেন আমি মেয়র হলে আমার পাংশা পৌরবাসী সকল ধরনের সঠিক সেবা পাবে এবং রাস্তাঘাটসহ পৌরসভার সকল প্রকার উন্নয়ন মুলক কাজ করা হবে। আমি নির্বাচিত হয়ে একটি সুন্দর পৌরসভা উপহার দিতে চাই পাংশা পৌরবাসিদের। তৃতীয় ধাপে পৌরসভার নির্বাচন ৩০শে জানুয়ারী অনুষ্ঠিত হবে।

(একে/এসপি/ডিসেম্বর ২৭, ২০২০)