নাটোর প্রতিনিধি : জেলার সিংড়ায় অপহরণের একদিন পর রুবাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর শহরের রাজবাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটকরা শহরের কান্দিভিটা এলাকার লিটন, মিল্টন, স্বপন ও আমিনুল ইসলাম।

পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, বুধবার সকালে সিংড়া উপজেলার নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক গতিরোধ করে। পরে তাকে জোর করে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে অপহৃতের ফুফুর মোবাইল ফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

বিষয়টি জানালে পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রাজবাড়ী এলাকা থেকে তাদের আটক করে। এ ঘটনায় অপহৃতের ফুফু বাদী হয়ে সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নাটোর পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, স্কুলছাত্রী অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/আগস্ট ২২, ২০১৪)