স্টাফ রিপোর্টার : রাজধানীর শেরে বাংলা থানার ইন্দিরা রোডের ৮৪ নম্বর বাসার ছাদ থেকে পড়ে লেগুনাচালক কামাল হোসেনের (২৩) রহস্যজনক মৃত্যু হয়েছে।

শেরে বাংলা থানার এসআই হৃদয় কুমার ঘোষ জানান, বৃহস্পতিবার রাত আড়াইটায় ওই বাসা থেকে কামাল হোসেন পড়ে যান। পরে দুলাল নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ভোর ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, কামাল হোসেন ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গেছেন নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যিনি তাকে উদ্ধার করে নিয়ে এসেছেন তাকেও পাওয়া যাচ্ছে না।

(ওএস/এইচআর/আগস্ট ২২, ২০১৪)