মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য এবং মৌলভীবাজার জেলার সাবেক সাংসদ তোয়াবুর রহমান যুক্তরাজ্যের লন্ডনে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করে রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল মিয়া বলেন, শুক্রবার (১ জানুয়ারি) ভোরে মৌলভীবাজার জেলার প্রথম সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ তোয়াবুর রহিম মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশত বছরের উপরে।

তিনি বলেন, তোয়াবুর রহিম ছিলেন রাজনগর ও কমলগঞ্জ থেকে নির্বাচিত বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য। তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে। তিনি ছিলেন আওয়ামীলীগের স্থানীয় নেতা এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক ।

বর্ষিয়ান প্রবীণ এই সাংসদ ব্যক্তিগত জীবনে পরোপকারী, সদালাপি ও বিনয়ী ছিলেন বলে জানান মো. আলাল মিয়া।

(একে/এসপি/জানুয়ারি ০১, ২০২১)