পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় পাথরঘাটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, বরগুনা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি আব্দুল্লাহ, বরগুনা জেলা পরিষদ সদস্য ও সাবেক ডেপুটি কমান্ডার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুক প্রমুখ।

সভা সঞ্চালনা করেন পাথরঘাটা থানা ওসি (তদন্ত) মো. সাঈদ আহমেদ।

আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক যে দিকনির্দেশনা দিয়েছেন তা শতভাগ বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পাথরঘাটা থানার পুলিশ সদস্য ও বরগুনার ডিবি পুলিশ।

সভাথেকে পাথরঘাটার সুশীল সমাজের পক্ষথেকে অভিনন্দন জানানো হয় বরগুনার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গির মল্লিককে।

(এটি/এসপি/জানুয়ারি ০২, ২০২১)