রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দিনভর গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের আ.লীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী জয়দেব কুমার ঘোষ শনিবার সকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে দলীয় ও স্থানীয় ব্যাক্তিদের নিয়ে সাধারণ মানুষের সাথে স্বাক্ষাত ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তরুণ এই আ.লীগ নেতা। 

জয়দেব ঘোষের নির্বাচনী পরিচালনা কামিটির সদস্যরা জানান, শনিবার সকাল থেকে তিনি ইউনিয়নের ছাতিয়ানতলা, তুজুলপুর, মাধবকাটি, দেবনগরসহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছেন। এসময় তিনি স্থানীয় সাধারণ ও অসহায় মানুষের সাথে দেখা করে তাদের বিভিন্ন সমস্যার খোঁজ-খবর নেন। এসময় তিনি আগামী ইউপি নির্বাচনে সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম, ওয়ার্ড যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক সান্টু দাস, স্থানীয় পরিতোষ বল্লব, সুমন দাস, কমল ফকির, হাসান গাজী, আনন্দ দাস, আবু রায়হান, ফয়সাল আহম্মেদ, ইমরান হোসেন, সঞ্জয় দাস, প্রশান্ত সরকার, সীমান্ত হাজরা, প্রসেনজিৎ দাস প্রমুখ।

(ওএস/এসপি/জানুয়ারি ০৩, ২০২১)