অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় সুষ্ঠ নির্বাচনের দাবীতে বিএনপি, স্বতন্ত্র এবং নৌকার মনোনয়ন বঞ্চিত ৪মেয়র প্রার্থী একজোট হয়ে পাথরঘাটা পৌরশহরে একটি পদযাত্রা করেছে রবিবার বিকেলে।

ওই পদযাত্রায় নেতৃত্ব দেন আ.লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আ.লীগের সদস্য শাহআলম মল্লিক, বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাহাবুদ্ধিন সাকু, স্বতন্ত্র মেয়র প্রার্থী জাতীয় শ্রমিকলীগ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেল এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান ওয়ার্ড কাউন্সিলর খান মাহবুবুর রহমান।

রবিবার ছিলো যাচাই বাছাইয়ের শেষদিন। ওই দিন ঋণখেলাপীসহ তথ্যে গরমিল থাকায় পাথরঘাটায় ৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাজেয়াপ্ত হয়।

যাচাই বাচাই শেষে আ.লীগ বিএনপি সহ ৫ মেয়র প্রার্থী এবং সকল কাউন্সিলর প্রার্থীগন এখন নির্বাচনী ট্রেনে (!)
পাথরঘাটায় পৌরনির্বাচন স্বচ্ছ হবে কি হবে না এমন প্রশ্ন তুলেছেন ওই ৪মেয়র প্রার্থী। রবিবার বিকালের ওই পদযাত্রাকালে সকল প্রার্থীর কন্ঠে "আমরা একটি সুষ্ঠ নির্বাচন চাই" এমন শ্লগান শোনাগেছে।

উল্লেখ্য, উপজেলা আ.লীগের মনোনয়নের তালিকায় বাদ পরা বর্তমান মেয়র আনোয়ার হোসেন আকন ফের পেয়েছেন নৌকার মনোনয়ন। এসব কারনে পাথরঘাটার পৌরনির্বাচনটি এখন রহস্যে ঘেরা। কে কোন দিকে টার্ন করে;সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি স্থানীয় রাজনীতিকদের। এমন অবস্থার মধ্যে আবার নৌকার বিরুদ্ধে ৪মেয়র প্রার্থীর একজোট হয়ে পৌরবাসীর দৃষ্টি আকর্ষনের চেষ্টাটুকুকেও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।

(এটি/এসপি/জানুয়ারি ০৪, ২০২১)