আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে গরু মোটাতাজা করনের মাধ্যমে প্রাণীজ পুষ্টি নিরাপদ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে জনসচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক ডাঃ প্রাণ কৃষ্ণ হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক, কৃষি রেডিও ষ্টেশন অফিসার মোঃ ইছা ইকবাল, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন প্রমুখ।

এ সেমিনারে উপজেলার অর্ধ শতাধিক গরু মোটাতাজা করন খামারী অংশ গ্রহন করেন।

(এন/এসপি/জানুয়ারি ০৪, ২০২১)