মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিন মেয়র প্রার্থীর এজেন্টকে পৃথক ৩ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের চালানো অভিযানে নৌকা ও দুই সতন্ত্র প্রার্থীসহ তিন মেয়র প্রার্থীর এজেন্টেকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে পৃথক ৩ মামলায় মোট ১৩হাজার টাকা অর্থদন্ড করে জরিমানা আদায় করা হয়।

এসময় আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচালনা করেন আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী এবং অর্ণব মালাকার।

ভ্রাম্যমান আদালতের এই অভিযানে একজন কাউন্সিলর প্রার্থীর এজেন্টকেও এসময় ১ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী।

স্থানীয় সরকার পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

(একে/এসপি/জানুয়ারি ০৫, ২০২১)