ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মো. আলাউদ্দিন।

প্রধান অতিথি নদীকে জনগণের সম্পদ হিসেবে উল্লেখ করে এসব নদী রক্ষায় কমিটির সদস্যদের এগিয়ে আসার আহবান জানান এবং ব্রহ্মপুত্র নদের খনন কাজের সমস্যা ও কাঁচামাটিয়া নদীর উৎস মুখ খননের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

সভায় ঈশ্বরগঞ্জের নদ-নদীর বিভিন্ন সমস্যা ও সমাধানকল্পে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভীন, ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. দিদার এ. আলম, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, কবি সোহরাব পাশা, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, শাহজাহান ভূইয়া প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি ব্রহ্মপুত্র নদ ও কাঁচামাটিয়া নদী পরিদর্শন করেন।

(এন/এসপি/জানুয়ারি ০৬, ২০২১)