মাগুরা প্রতিনিধি : শালিখার ধনেশ্বরগাতী ইউনিয়নের ভিজিডি উপকারভোগিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নিজেস্ব প্রতিবেদকঃ মাগুরার শালিখা উপজেলার ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়নের ভিজিডি উপকারভোগীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ১ নং ধনেশ্বরগাতি ইউপি চেয়ারম্যান ও বিআরডিবির সভাপতি শ্রী বিমলেন্দু শিকদার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোঃ বাতেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু শংকর বিশ্বাস, এনজীয় কর্মকর্তা সাবিনা ইয়াসমিন মেরী, ইউপি সদস্য বাবু রমানাথ, আশরাফুল ইসলাম, চিত্তরঞ্জণ বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান আব্দুল কাঁদের, মহিলা মেম্বর পূর্নিমা রানী সরকার, সঞ্চিতা রানী বিশ্বাস, শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবর্তী, সহসভাপতি শহিদুজ্জামান চাঁদ, শিশির সরকার, সাধারণ সম্পাদক মোঃ তুহিন ইসলাম প্রমুখ৷

উক্ত মতবিনিময় সভায় ২২০ জন পুরাতন ভিজিডি উপকারভোগিদের ফুল দিয়ে সংবর্ধনা ও নতুন ২২০জন ভিজিডি উপকারভোগীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়৷ অনুষ্ঠান শেষে ভিজিডি উপকারভোগীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য ও ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি।

(ডিসি/এসপি/জানুয়ারি ০৮, ২০২১)