বদরুল হায়দার

কবি সময়ের অর্ন্তঘাত জানে

তাকে কেন শূণ্য হতে বলো

সে তো অফুরন্ত অনিদ্রার ভ্রুণে

চুপ হয়ে থাকা একটি অখন্ড।

বোবা বাতাসের আশরীরে মিশে থাকা

বেদনার সবুজ স্বদেশ।

ভাষার রক্তকে ছুঁয়ে সেও

অসংখ্য তারকার বুকে দোল খাওয়া

বিনাশের শেষ থেকে শুরু।

তাকে আ-শৃণ্যের গান গেয়ে

প্রলোভনে চুপ করে রেখে

ভুলের আকাশে তুমি উড়ে বেড়াও স্ববেগে

আর আমি যতবারই উড়েছি

জন্ম ও মৃত্যুর বিভাজন আমাকে নির্মাণ

করেছে একটি পূর্ণ আধিপত্যের।

কবি প্রতারক নয় বলে কবিতাও সত্য হয়।