চুূয়াডাঙ্গা প্রতিনিধি : চুূয়াডাঙ্গার কৃষি খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতি স্বরূপ চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২০ এর সেরা কৃষিক (পুরুষ) পদক পেয়েছে চুূয়াডাঙ্গা দামুড়হুদার মাল্টা চাষী সাখাওয়াৎ হোসেন বাবুল।

৮ জানুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে ব্যাক্তি পযার্যে নগত অর্থ ও ক্রেস্ট প্রদান করে চ্যানেল আই কর্তৃপক্ষ।আটটি ক্যাটাগরিতে ব্যাক্তি ও প্রতিষ্টানকে সম্মানিত করে। ৬ষ্ট বারের মতো স্টার্ন্ডাড চাটার্ড চ্যালেন আই এগ্রো অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।গত ২৪ ডিস্মেবার ২০২০ স্টান্ডার্ড চাটার্ড চ্যালেন আই এগ্রো অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সভায় পুরস্কার প্রাপ্তদের নাম ঘোঘনা করা হয়। এবারের সেরা কৃষি পুরুষ পদক হিসাবে মনোনিত হন চুূয়াডাঙ্গাদামুড়হুদার মাল্টা চাষী সাখাওয়াৎ হোসেন বাবুল।

এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর চ্যালেন আইয়ের বার্তা সম্পাদক শাইখ সিরাজ,স্টাডার্ড চ্যাটার্ড ব্যাংকেরর প্রধান নিবার্হী কর্মকতা নাসের এজাজ বিজয় প্রমুখ।

(টিটি/এসপি/জানুয়ারি ০৯, ২০২১)