নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে সরকারী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ। 

আজ বেলা ১১টার সময় চরমটুয়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম এর বিরুদ্ধে পেশী শক্তি প্রয়োগ করে অবৈধভাবে রাতের অন্ধকারে রাস্তার পাশে সৌন্দর্যবর্ধনকারী ও অক্সিজেন সরবরাহকারী সরকারী গাছ নির্বিচারে কাটার অভিযোগ এনে ইউনিয়নের চরকাউনিয়ায় প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জনগন।

এসময় মানববন্ধনে বক্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে বলেন, নুরুল আলম ক্ষমতার দাপটে দিনে দুপুরে এমনকি রাতের অন্ধকারেও নির্বিচারে নিজের ইচ্ছেমত শতশত সরকারী গাছ কেটে ফেলছে, এ নিয়ে স্থানীয় জনগন কিছু বললেই তাদেরকে বিভিন্ন হুমকি, ধমকি দেওয়া হচ্ছে। বক্তারা পরিবেশ বান্ধব গাছ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ও সংশিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

(এস/এসপি/জানুয়ারি ১০, ২০২১)