অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : আজ ১১ ই জানুয়ারি। পাথরঘাটা পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আজকে মার্কা বরাদ্দ দেয়া হলো। মার্কা পেয়েই পায়ে হেঁটে এবং মাইকে প্রচারে নেমে পড়েছেন পাথরঘাটা পৌর নির্বাচনের সকল প্রার্থীরা।

যেন মুহূর্তেই বদলে গেল গোটা পৌর এলাকা। "অমুক ভাইয়ের মার্কা...উটপাখি মার্কা" "অমুক মার্কায় দিলে ভোট.. শান্তি পাবে পৌরসভার লোক!"বিরামহীন গতিতে চলছে মাইকের এমন চিৎকার। প্রার্থীর পক্ষে সমর্থন কমবেশি যা-ই থাকুক আর না-ই থাকুক; মাইকের প্রচার চলছে সমানতালে। বিশেষ করে বড় দুদলের আওয়ামী লীগ ও বিএনপি'র প্রার্থী রয়েছেন মাঠ পর্যায়ে। পাশাপাশি রয়েছেন স্বতন্ত্র আর বিদ্রোহীরাও।

পৌরসভার নাগরিকদের সাথে কথা বলে জানা গেছে,প্রতি নির্বাচনে মাইকের উচ্চ শব্দের যন্ত্রণাটা আমাদেরকেই পোহাতে হয়। আগামী ৩০ তারিখ পর্যন্ত এই চেচামেচি, প্রার্থীদের নিয়ে বিভিন্ন রং ঢং, বাংলা সিনেমার গান নকল করে প্রার্থীর পক্ষে গান, কৌতুক ,অভিনয় ইত্যাদি সহ যাবতীয় হৈ-হুল্লোড় সহ সবধরনের গন্ডগোল মেনে নিতে হচ্ছে পৌরবাসীকে।
পৌরসভার নাগরিকদের দাবি উচ্চশব্দে যেন মাইক সহ সকল ধরনের শব্দ যন্ত্র বাজানো না হয়।

অনেক প্রার্থী সাথে সাথেই পোস্টার প্রদর্শন করেছে এমনকি কেউ কেউ আগে ও সামাজিক যোগাযোগে পোস্টার ছেড়ে দিয়েছে!

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বললেন, দেখা গেছে একটি মার্কা একজন প্রার্থী-ই দাবিদার।সে ক্ষেত্রে ওই প্রার্থী প্রায় নিশ্চিত হয়ে যান যে তিনি ওই মার্কাটাকেই পেয়ে যাচ্ছেন। তাই তিনি আগে থেকেই পোস্টার ব্যানার রেডি করে রাখেন।

সব মিলিয়ে এখন নির্বাচনী উৎসব ভাসছে গোটা পৌর এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা। সকলেরই দাবি যেন নির্বাচনে কোনো সংঘাত না হয়। মানুষ চায় একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে।

(এটি/এসপি/জানুয়ারি ১১, ২০২১)