নড়াইল প্রতিনিধি : নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান লোহাগড়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। 

সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রাখী ব্যানার্জি, লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান, সরকারি লোহাগড়া কলেজের সাবেক অধ্যক্ষ শ,ম, আনোয়ারুজ্জামান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আকবার হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান, জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল করিম মুন, পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী বণি আমিন, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেনউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া, কৃষি অফিসার সমরেন বিশ^াস, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিন, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ দাউদ হোসেন, শালনগর ইউপি চেয়ারম্যান খান তসরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ

জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, দুর্নীতি ও অন্যায়ের সাথে কোন আপোষ নাই। কঠোর হস্তে এটা দমন করবো। নড়াইলের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করবো। জনসেবার জন্য আমার দ্বার উন্মুক্ত।

(আরএম/এসপি/জানুয়ারি ১১, ২০২১)