মো.আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ৩০ জানুয়ারি তৃতীয়ধাপের অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব ফজলুর রহমান নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।

সোমবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চৌমুহনা এলাকা থেকে কয়েকশ দলীয় নেতাকর্মী সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এর পর শহরের পুরাতন হাসপাতাল সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীকে পূনরায় মেয়র পদে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
এর আগে সকাল ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মেয়র পদে দলীয় নৌকা প্রতীক সংগ্রহ করেন তিনি।

এদিকে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান সকাল ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দলীয় ধানের শীষ প্রতীক সংগ্রহ করেন। তবে প্রতীক বরাদ্ধ পেলেও বিএনপি দলীয় মেয়র প্রার্থী অলিউর রহমান এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনী গণসংযোগ শুরু করেননি।

জানা গেছে সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন হাসপাতাল সড়কে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি নাসের রহমান। এর পরই শুরু হবে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিকতা।

গত রবিবার মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল দলীয় মেয়র প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
তবে মেয়র পদে সতন্ত্র প্রার্থী হিসেবে সাইফুর রহমান বাবুল নির্বাচন থেকে সরে যাওয়ার কারনে এখন নির্বাচনে লড়াই হবে মূলত আওয়ামীলীগ বনাম বিএনপি এই দুই দলের মেয়র প্রার্থীর মধ্যেই।

(একে/এসপি/জানুয়ারি ১১, ২০২১)