মাদারীপুর প্রতিনিধি : র‌্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল সদর উপজেলার খাগছাড়া গ্রাম থেকে গোলাম মাওলা মাতুব্বর (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী একই গ্রামের মৃত মোহাম্মদ মাতুব্বরের ছেলে। 

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছাড়া গ্রামে অভিযান চালিয়ে গোলাম মাওলা মাতুব্বরকে গাঁজাসহ আটক করে।
এসময় আটক আসামীর কাছ থেকে ৪২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৭২০ টাকা উদ্ধার করা হয়। আটক আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে আরো জানা যায়, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

আসামীর বিরুদ্ধে উদ্ধার করা গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব-৮ সূত্রে জানা গেছে।

(এ/এসপি/জানুয়ারি ১২, ২০২১)