রাজন্য রুহানি, জামালপুর : শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত ৮ দফা দাবি নিয়ে জামালপুরে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন চেয়েছেন। দফাগুলো হলো, করোনাকলীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফ, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা, সেশনজট রোধে দ্রুত এইসএসসির ফলে প্রকাশসহ বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকরণ বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হল থেকে অছাত্র ও সন্ত্রাসীদের বিতাড়ন করে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা, সকল বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ করা ও অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান।

জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ মিরাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমন আকন্দ, শিক্ষা ও গবেষণা সম্পাদক হৃদয় বোষ প্রমুখ।

(আরআর/এসপি/জানুয়ারি ১৩, ২০২১)