স্টাফ রিপোর্টার, দিনাজপুর : বড়পুকুরিয়ায় ২৪৪ কোটি টাকার কয়লা আত্মসাতের অভিয়োগে দুর্নীতি দমন কমিশনের দায়েকৃত মামলায় সাবেক ৭এমটিসহ ২২জন কর্মকর্তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন দিনাজপুর স্পেশাল জজ আদালত।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বিচারক মাহমুদুল করিম এ আদেশ প্রদান করেন।

দুদকের দেয়া চার্জশীটের উপর চার্জ গঠন এবং ২২ আসামীর জামিনের বিষয়ে শুনানী অনুষ্ঠিত হয় আসামীরা হলেন, সাবেক মহা-ব্যবস্থাপক আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী,সাবেক উপ-মহা ব্যবস্থাপক একেএম খালেদুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দীন আহম্মেদ, সাবেক মহা-ব্যবস্থাপক আবুল কাশেম প্রধানিয়া, সাবেক ব্যবস্থাপক মাসুদুর রহমান হাওলাদার, সাবেক ব্যবস্থাপক অশোক কুমার হালদার,সাবেক ব্যবস্থাপক আরিফুর রহমান, সাবেক ব্যবস্থাপক আব্দুল আজিজসহ মোট২২জন কর্মকর্তা। দুদকের পক্ষে মামলাটি পরিচলনা করেন এড্যাভোকেট আমিনুর রহমান। আসামী পক্ষে আইনজীবি ছিলেন, এড্যাভোকেট মাজহারুল ইসলাম।

উল্লেখ্য, ১ লাখ ৪৩ হাজার ৭শ’আঠাশ মেট্রিকটন কয়লা আত্মসাতের অভিযোগে ২০১৯ সালে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন।

(এস/এসপি/জানুয়ারি ১৩, ২০২১)