রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা সড়কে মদাপুর ইউনিয়নের সদস্যদের নির্দেশে সরকারি গাছ কাটা হয়েছে। ওই কর্তনকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।

ওই ইউপি সদস্যের নাম আ: লতিফ। সে মদাপুরের গড়িয়ানা গ্রামের খালেক শেখের পুত্র ও বহুল আলোচিত মিজানুর রহমান মজনুর চাচা। গাছ কর্তনকারীর নাম ভানো কুমার প্রামানিক। সে কালুখালীর গড়িয়ানা গ্রামের কানশ্রীরাম এর পুত্র।

স্থানীয়রা আ: রাজ্জাক জানায়, মঙ্গলবার ভানো কুমার প্রামানিক রুপসা কালিবাড়ী সড়ক থেকে ৯ টি কাঠাল গাছ কর্তন করে। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সরেজমিন ঘুরতে এসে তাকে কর্তনকৃত গাছসহ হাতেনাতে ধরেন।

এ সময় ভানু প্রামানিক জানায়, স্থানীয় মদাপুর ইউনিয়ন পরিষদ এর মেম্বর আমাকে গাছ কাটার নির্দেশে দিয়েছে। এসময় ওই ইউপি সদস্য আ: লতিফকে ডাকা হলে তিনি চুপ থাকেন। এসময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন গাছ কর্তনকারী ভানো কুমার প্রামানিকসহ ইউপি সদস্য আ: লতিফকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।

জানা গেছে, সন্ধায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে ভানো কুমার প্রামানিক দোষ স্বীকার করায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনা প্রশাসনের প্রতি জনমনে নতুন করে আস্থার সৃষ্টি হয়েছে।

(একে/এসপি/জানুয়ারি ১৩, ২০২১)