রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতে পাচারকালে প্রাইভেটকার ও এক কেজি ১০০ গ্রাম সোনাসহ দু’ পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হিজলা মোড় তেকে এসব আটক করা হয়।

আটককৃত চোরাচালানি হলেন ঢাকা জেলার মেট্রোপলিটন থানার রায়ের বাজার গোয়ালনগর এলঅকার হরিপদ ঘোষের ছেলে সুব্রত ঘোষ (৫৬) ও প্রাইভেটকার চালক মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া মুড়িপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে তপু দাস (২৫)।

কালিগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার ইয়াসিন আলম বৃহস্পতিবার বিকেল ৩টায় থানা চত্বরে এক প্রেস ব্রিফিং করে জানান, একটি সোনা পাচারকারি চক্র ভারতে সোনা পাচারের জন্য নলতা এলাকায় অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে কালিগঞ্জ থানার সহকাাির উপপরিদর্শক রাসেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কের হিজলা মোড় নামক স্থানে একটি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার থেকে একটি পলিথিনে মোড়ানো ব্যাগ মাটিতে ফেলে দিলে তা থেকে দু’টি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১১০ গ্রাম ও বাজার মূল্য ৬১ লাখ ৮৭ হাজার টাকা। এ সময় পুলিশ সদস্যরা তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-৪৩-১৭৬৭ প্রাইভেটকার, ৩টি মোবাইলসহ দুজনকে আটক করে।

তিনি আরো জানান, এ ঘটনায় সহকারি উপপরিদর্শক রাসেল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানতে চাইলে সুব্রত ঘোষ বলেন, তিনি ওই সোনা যশোরের মানরামপুর এক সোনা ব্যবসায়ির কাছে ননিয়ে যাচ্ছিলেন। চালক ভুল করে তাকে কালিগঞ্জে নিয়ে গেছে।

(আরকে/এসপি/জানুয়ারি ১৪, ২০২১)