স্টাফ রির্পোটার, গাজীপুর : উৎসবমুখর পরিবেশে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ৯টি ওয়ার্ডের ২৬টি কেন্দ্রের ১৯০টি বুথে এই প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

নির্বাচনে ৬৭হাজার ৯২৭জন ভোটারের মন জয় করতে ৬২জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীসহ মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ৪৭জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন প্রতিন্ধীতা করছেন। এ নির্বাচনকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে রয়েছে উত্তেজনা, শঙ্কা। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

মেয়র প্রার্থীরা হচ্ছে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র মো. আনিছুর রহমান, বিএনপির মনোনীত প্রার্থী শ্রীপুর পৌর বিএনপির সভাপতি এড. কাজী খান, স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল্লাহ্ শহিদের বড় ভাই মো. শাহ্-আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মুহা. ফরহাদ আহমেদ রফিক মমতাজী প্রতিদ্বন্ধিতা করছেন।

সকাল নয়টায় পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের তুলা গবেষণা কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩হাজার ২২৬জন। তবে ৯জন পুলিং এজেন্টের তালিকা থাকলো কাউকে দেখা যায় নি। দেখে মেলেনি কোন বিএনপি নেতা কর্মীদের।

অপরদিকে ২নং ওয়ার্ডের শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী, ৮নং ওয়ার্ডের কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ভোট প্রদান করেছেন।

শ্রীপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দ জানান, পূর্বের তফসিল অনুযায়ী শ্রীপুর পৌরসভায় নির্বাচনে ভোটগ্রণের তারিখ ছিল ২৮ ডিসেম্বর। তফসিল অনুয়ায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষের আগের দিন গত ৯ই ডিসেম্বর বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল্ল্যাহ্ শহিদ মারা যান। তার মৃত্যুর পর বিধি মোতাবেক শুধু মেয়র পদে নতুন প্রার্থী অংশগ্রহণের সুযোগ দিয়ে এ নির্বাচনের ১৬জানুয়ারী নতুন তফসিল ঘোষণা করা হয়।

২৬টি কেন্দ্রের ১৯০টি বুথে আজ ১৬ জানুয়ারী এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৬৭হাজার ৯২৭জন ভোটারের মন জয় করতে ৬২জন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। আওয়ামীলীগ-বিএনপি প্রার্থীসহ মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ৪৯জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১জন প্রতিন্ধীতা করছেন।

(এস/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)