ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মর্ধে সংঘর্ষ ঘটেছে। এতে আহত হয়েছেন দুইজন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার খুলনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কাজীপাড়া গ্রামের আমানত আলী(৪৫) ও বালিয়াডাঙ্গা গ্রামের আলাউদ্দিন (৫৫)।

অপরদিকে ঝাউদিয়া ভোটকেন্দ্র এলাকায় মেয়র প্রার্থী তৈয়বুর রহমানের গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ১১ টার দিকে খুলনা বাজার সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রের কয়েকশ গজ দূরে মাঠের মধ্যে নৌকা ও স্বতন্ত্র জগ প্রতীকের সমর্থকদের মাঝে উত্তেজনা শুরু হয়। পরে তাদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান অভিযোগ করেন, বেলা ১২ টার দিকে ঝাউদিয়া ভোট কেন্দ্রে গেলে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে পালিয়ে যায়।

(একে/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)