রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে শীতার্ত দরিদ্র বিধবা ও বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করেছে নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্র। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কুলকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাত সভাপতি কান্তা রেজা। বিতরণ কাজের মূল সুর ছিলো ‘একটু উষ্ণতা ছড়াই, ভালো রাখি।’

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক বাবু, ইউপি সদস্য নাজমুল হক প্রমুখ। এ সময় নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা সুষ্ঠুভাবে কম্বল বিতরণ কাজে সহায়তা করেন।

নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, দেশের সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকা ইসলামপুর। বন্যা খরা শীত মোকাবেলা করে চলতে হয় উপজেলাবাসীর। বেশিরভাগ লোক দরিদ্র। তাই মানবিক সাহায্যার্থে সরকারিসহ বেসরকারি সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাই।

নারী ও পরিবেশ সুরক্ষা কেন্দ্রের সভাপতি কান্তা রেজা বলেন, সামর্থ্যের মধ্যেই মানুষের এই সঙ্কটের সময় পাশে দাঁড়িয়েছি। অন্যান্য সংগঠনগুলোকেও এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ করেন।

(আরআর/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)