আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : করোনার ভ্যাকসিন প্রদান বিষয়ক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এ সভায় জেলা প্রশাসক জানান, প্রথম ধাপে জেলার জন্য ৫০ হাজার ভ্যাকসিনের চাহিদাপত্র পাঠানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে ৬ লাখ ভ্যাকসিন এবং উপজেলা পর্যায়ে ১ থেকে ২ লাখ ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে। একইসাথে ভ্যাকসিন প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে।

ভ্যাকসিন বিষয়ক সভায় জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী সদর উপজেলার বিশ্বাসেরহাট এলাকায় চরমোনাই ইউনিয়নের নয়টি ওয়ার্ডের শীতার্ত অসহায় মানুষের মাঝে ৫৫০টি কম্বল বিতরণ করেছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)