স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে ৪র্থ বারের মতো জয়লাভ করেছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কাজী খানের চেয়ে ১৩৩৯০ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।  

শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ।

বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান পেয়েছেন ২৩৪৮৬ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এড. কাজী খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১০০৯৬ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৭৬১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলম জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯২১ ভোট। মোট ভোটার ছিল ৬৭ হাজার ৯৩৫ জন।

৯টি ওয়ার্ডে বেসরকারি ভাবে বিজয়ী কাউন্সিলরা হলেন, ১ নং ওয়ার্ডে দারা মন্ডল, ২ নং ওয়ার্ডে মাসুদ প্রধান ,৩ নং ওয়ার্ডে আঃ সাহিদ সরকার, ৪ নং ওয়ার্ডে কামরুল মন্ডল, ৫ নং ওয়ার্ডে রমিজ উদ্দিন, ৬ নং ওয়ার্ডে হাজী কামাল হোসেন, ৭ নং ওয়ার্ডে হাবিবুল্লাহ , ৮ নং ওয়ার্ডে আলী আসগর, ৯ নং ওয়ার্ডে আমজাদ।

এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিল হিসেবে বিজয়ী হয়েছেন, ১,২,৩ ওয়ার্ডে নাজমা বেগম, ৪,৫,৬ ওয়ার্ডে বুলবুলি। ৭,৮,৯ নং ওয়ার্ডে আফরোজা বেগম।

(এস/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)