ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রবিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্যজীবী দল জেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেখ মো: শামীম, শিক্ষক কর্মচারী ঐক্যজটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সেলিম মিঞা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল আব্দুর রহমান, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক এ কে এম ওয়াজেদ, সদস্য জাহিদুল আলম মিলন, জেলা বিএনপির আহবায়ক এস এম মশিউর রহমান, সদস্য সচিব এম এ মজিদ, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ও ঝিনাইদহ জেলা বিএনপি'র সদস্য এ কে এম ওয়াজেদ আলী, বিএনপি'র যুগ্ম আহবায়ক, মোঃ আক্তারুজ্জামান, সদর উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব এ্যাডঃ মোঃ কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ পৌর বিএনপি'র আহবায়ক, মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও মোঃ আশরাফুল ইসলাম পিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন, ঝিনাইদহ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ সুমন।

এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার জনগনের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। তাই এই সরকারকে বিতারড়ন করতে জাতীয়তাবাদী শক্তির ঐবদ্ধের কোন বিকল্প নেই। দলকে ক্ষমতায় আনার জন্য তৃণমুলের নেতাকর্মীদের সক্রিয় হতে হবে।

(একে/এসপি/জানুয়ারি ১৭, ২০২১)