স্পোর্টস ডেস্ক : বলটি তালুবন্দী করে ভারসাম্য হারালেন কয়েক সেকেন্ডের জন্য, উঠে দাঁড়িয়েই দুই হাত মেলে দিলেন দুই পাশে, যেন উড়ে যাবেন পাখির মতো! উড়বেনই না কেন? লিটন দাস যে ঠিক পাখির মতোই উড়ে গিয়ে ধরলেন জশুয়া ডা সিলভার ক্যাচ! লিটনের দুর্দান্ত ক্যাচে প্রায় এক ঘণ্টা বিরতির পর মাঠে নেমেই উদযাপনের উপলক্ষ্য পেয়েছে বাংলাদেশ দল।

বেলা সাড়ে এগারোটায় খেলা শুরুর ১৮ মিনিট পরই নামে বৃষ্টি। দুই দফায় ঝিরঝির বৃষ্টির কারণে ঠিক এক ঘণ্টা বন্ধ ছিল খেলা। শুরুর পর ১১ বলের মধ্যেই ক্যারিবীয়দের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গেছে সফরকারীরা। এ প্রতিবেদন লেখার সময় ৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৩০ রান।

ক্যারিবীয় ইনিংসে প্রথম আঘাত হেনেছিলেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন প্রতিপক্ষের সহ-অধিনায়ক সুনিল অ্যামব্রিসকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অ্যামব্রিস। তার বিদায়ে উইকেটে আসেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডা সিলভা। যিনি উইকেটে থাকতে পেরেছেন মোটে ৪ ওভার।

বৃষ্টিতে আসা বিরতির পর খেলা শুরু হলে দ্বিতীয় আঘাত হানতে বাংলাদেশ সময় নেয় মাত্র ১১ বল। ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে গালিতে দাঁড়িয়ে উড়ন্ত এক ক্যাচ ধরেন লিটন।

মোস্তাফিজের করা অফস্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন জশুয়া। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় গালি অঞ্চলে। যেখানে ছিলেন লিটন, ডানদিকে ঝাঁপিয়ে দুই হাতে বলটি তালুবন্দী করেন, বাজান জশুয়ার বিদায়ঘণ্টা।

উল্লেখ্য, টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। এছাড়া একাদশে সবমিলিয়ে পরিবর্তন ছয়টি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিষেক হয়েছে ছয়জনের।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

সুনিল অ্যামব্রিস, জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কাইল মায়ারস, জাহমার হ্যামিলটন, রেমন রেইফার, আলজারি জোসেফ ও চেমার হোল্ডার।

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০২১)