নারায়ণগঞ্জ প্রতিনিধি : তিনি সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র। বিপুল ভোটে বিজয়ী। নিজ নির্বাচনী এলাকায় তার বিরুদ্ধে লাগানো হয়েছে বিশাল বিশাল বিলবোর্ড। অনেকটা অশ্লীল আক্রমনাত্মক এসব বিলবোর্ড দেখা যাচ্ছে নারায়ণগঞ্জের রাস্তায়। বৃহস্পতিবার রাতে কে কারা এই বিলবোর্ড লাগিয়েছে তা কেউ বলতে পারছে না।

তবে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্টজনরা বলছেন, স্থানীয় এমপি শামীম ওসমানের লোকজন এই বিলবোর্ড লাগানোর পেছনে জড়িত। সদর উপজেলার ফতুল্লায় অবস্থিত খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকাসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের বিভিন্ন পয়েন্টে এসব বিলবোর্ড লাগানো হয়েছে।

আইভী-শামীম ওসমান বিরোধী দীর্ঘ দিনের। গত সিটি করপোরেশন নির্বাচন ঘিরে তাদের এ বিরোধ আরও প্রকট হয়। সম্প্রতি আলোচিত সাত খুনের ঘটনা নিয়েও পাল্টাপাল্টি অবস্থানে দুই নেতা। এ নিয়ে একটি টেলিভিশনের অনুষ্ঠানে শামীম-আইভীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

(ওএস/এটিআর/আগস্ট ২৩, ২০১৪)