স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, প্রত্যেককেই নিজ নিজ কর্মফল ভোগ করতে হবে। তবে ভাল কর্মেই মানুষ বেঁচে থাকে চিরদিন। কাজেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা নন্দিত জীবন বেছে নেব, নাকি নিন্দিত জীবন বেছে নিব।

বুধবার দুপুরে নগরির কোনাবাড়ি চেয়ারম্যান বাড়ি মসজিদ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাবেক কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মরহুম নজরুল ইসলামের স্মরণে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপত্বি করেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি মো. রবিউল আলম রবি।

কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সাবেক কাশিমপুর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সরকার।

আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহসভাপতি আহমদ আলী রুশদী, প্রফেসর আরিফ হোসেন, মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন, বাসন থানা বিএনপির সভাপতি বসির আহমেদ বাচ্চু, মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, মহানগর বিএনপির প্রচার সম্পাদক সাবেক কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু, প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, কোনাবাড়ি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, আমজাদ হোসেন সরকার, পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব আবুল হোসেন, বেনজির আহমেদ পিন্টু, রফিকুল ইসলাম রিপন, মরহুম নজরুল ইসলামের ছোট ভাই উজ্জল, ছেলে আলামিন ইসলাম সাইফ, নাতি নাফি প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় দুই হাজার লোকের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

(এস/এসপি/জানুয়ারি ২০, ২০২১)