রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দু’টি নির্বাচনী অফিসে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বলেন, গভীর রাতে পৌর এলাকার আদালতপুর ও ডুমুরতলা নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে দু’টি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আ’লীগ প্রার্থী আঞ্জুমান আরা নড়াইল সদর থানায় ৬০ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, মামলা রুজু হয়েছে এবং পুলিশ এ ঘটনায় তদন্ত করছে। ৬ জনকে গ্রেফতার করেছে ও বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আগামি ৩০ জানুয়ারি তৃতীয়ধাপে নড়াইল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

(আরএম/এসপি/জানুয়ারি ২০, ২০২১)