রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে নাতিকে চিকিৎসা শেষে ছেলের ভ্যান গাড়িতে বাড়ি ফেরার সময় চাকায় কাপড় জড়িয়ে সখিনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার বাঁশকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটার ৩ ঘন্টা পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে ওই গৃহবধূর মৃত্যু হয়।

জানা গেছে, উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের মরারপাড়ার নছম উদ্দিনের স্ত্রী সখিনা বেগম তার ছেলে সজীবের ভ্যানে করে নাতিকে চিকিৎসা করানোর জন্য বকশীগঞ্জ শহরে নিয়ে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাঁশকান্দা এলাকায় অসাবধানতায় ভ্যানের চাকায় কাপড় জড়িয়ে মারাত্মক আহত হন। আহত গৃহবধূকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। রাতেই তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে কারো কোনো অভিযোগ পাইনি।

(আর/এসপি/জানুয়ারি ২১, ২০২১)